Header Ads

ad728
  • Breaking News

    জীবনের কোনো নিশ্চয়তা নেই

    এক রিকশা চালক একদিন রিকশা চালিয়ে আসতেছে, তখন রাস্তার পাশে দেখলো একজন মানুষ দাঁড়িয়ে আছে,যখন রিকশা চালক ঐলোকটার পাশে এলো তখন রিকশা চালককে সালাম দিয়ে বলল, ভাই মসজিদে আযান হচ্ছে, এসো নামাজ পড়ে আসি।
    তখন রিকশা চালক বলল‌ জান আপনি গিয়ে নামাজ পড়োন, জীবনে অনেক সময় আছে নামাজ পড়তে পারবো,তার পর রিকশা চালক কিছুদূর যাওয়ার পর,
    দেখতে পেলো ঐলোকটা তার রিকশার ছিটে বসে আছে, তখন রিকশা চালক বলল আরে ভাই আজব তো, আপনাকে আমি ঐখানে দেখে আসছি আপনি আমার রিকশায় আসলেন কিভাবে, তখন ঐলোকটা বলল, তুমি কি জানো মানুষের এক সেকেন্ডের আসা নেই, তখন রিকশা চালক বলল হ্যাঁ জানি, তাহলে তুমি কিভাবে জানো যে জীবনে অনেক সময় আছে নামাজ পড়তে পারবে, আমি হলাম আজরাইল তোমার জীবনে আর নামাজ পড়ার সময় নেই কোন নেক কাজ করার সময় নেই, আমি আজরাহিল এসেগেছি।
    যাও এখন জাহান্নামের আগুনে গিয়ে পুরতে থাকো।
    তাই আপনি যে কাল পর্যন্ত বেঁচে থাকবেন তার কি কোনো গেরান্টি আছে, আসোন আমরা দ্বীনের পথে এগিয়ে যাই, কালকের আশা না করে আজ থেকেই
    নামাজ পড়া শুরু করে দেই, আল্লাহ জেন আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করেন।
    আমীন!!

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728