Header Ads

ad728
  • Breaking News

    বিশ্বের জনসংখ্যা

    *বিশ্ব জনসংখ্যা প্রকল্পের আওতায় ২৮ ডিসেম্বর ২০১৭ যুক্তরাষ্ট্রেরর আদমশুমারি অফিস ২০১৮ সালের শুরুতে বিশ্বের ১০ টি জনবহুল দেশের তালিকা প্রকাশ করে।তালিকা অনুযায়ী বিশ্বের বর্তমান মোট জনসংখ্যা ৭৪৪ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার ৮৫৩ জন।বিশ্বের শীর্ষ ১০ দেশ ----

    ১.চীন  -  ১৩৮ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৯৮৬ জন।
    ২.ভারত -১২৯ কোটি ৬৮ লাখ ৩৪ হাজার ০৪২ জন।
    ৩.যুক্তরাষ্ট্র -৩২ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৪৬৫ জন।
    ৪.ইন্দোনেশিয়া-২৬ কোটি ২৭ লাখ ৮৭হাজার ৪০৩জন।
    ৫.ব্রাজিল-২০কোটি ৮৮লাখ ৪৬হাজার ৮৯২জন।
    ৬.পাকিস্তান-২০কোটি ৭৮লাখ ৬২হাজার ৫১৮জন।
    ৭.নাইজেরিয়া- ১৯কোটি ৫৩লাখ ০০হাজার ৩৪৩জন।
    ৮.বাংলাদেশ-১৫কোটি ৯৪লাখ ৫৩হাজার ০০১জন।
    ৯.রাশিয়া-১৪কোটি ২১লাখ ২২হাজার ৭৭৬জন।
    ১০.জাপান- ১২কোটি ৬১লাখ ৬৮হাজার ১৫৬জন।

    বাংলাদেশ এই তালিকা অনুসারে জনসংখ্যার দিক দিয়ে অষ্টম দেশ।বাংলাদেশের এই সংখ্যা পূর্ববর্তী আদমশুমারি অনুযায়ী।

    অন্যদিকে UNICEF- র তথ্যমতে ২০১৮ সালের ১লা জানুয়ারি তে বিশ্বে প্রায় ৩,৮৬,০০০ শিশু জন্মগ্রহণ করে।বিশ্বজুড়ে বছরের প্রথম দিনেই জন্মগ্রহন করে noয়টি দেশে।তার মধ্যে বাংলাদেশে বছরের প্রথমদিনে জন্মগ্রহণ করে ৮৩৭০ জন শিশু।

                  জ্ঞান অর্জন কর এবং জীবন গড়।

    এরকম তথ্য পেতে আমাদের ব্লগের সাথে থাকুন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728