Header Ads

ad728
  • Breaking News

    বাংলাদেশের সেনাপ্রধানগন

                        বাংলাদেশের সেনাপ্রধানগন

    বাংলাদেশের বর্তমান নাবাহিনীর প্রধানের পদমর্যাদা হলো জেনারেল।নিন্মে বাংলাদেশের সকল সেনপ্রধানের নাম উল্লেখ করা হলো-
    ১.জেনারেল এম এ জি ওসমানী(১২ এপ্রিল ১৯৭১-৬ এপ্রিল ১৯৭২)
    ২.মেজর জেনারেল কে এম সফিউল্লাহ(৭ এপ্রিল ১৯৭২-২৪ আগস্ট ১৯৭৫)
    ৩.লে. জে. জিয়াউর রহমান(২৫ আগস্ট ১৯৭৫-২৮ এপ্রিল ১৯৭৮)
    ৪.লে. জে. এইচ এম এরশাদ(২৯ এপ্রিল ১৯৭৮-৩০ আগস্ট ১৯৮৬)
    ৫.লে. জে. এম আতিকুর রহমান(৩১ আগস্ট ১৯৮৬-৩০ আগস্ট ১৯৯০)
    ৬.লে. জে. এম নুর উদ্দিন খান(৩১ আগস্ট ১৯৯০-৩০ আগস্ট ১৯৯৪)
    ৭.লে. জে. আবু সালেহ মো. নাসিম(৩১ আগস্ট ১৯৯৪-১৯ মে ১৯৯৬)
    ৮.লে. জে. মু. মাহবুবুর রহমান(২০ মে ১৯৯৬-২৩ ডিসেম্বর ১৯৯৭)
    ৯.লে. জে. এম মোস্তাফিজুর রহমান(২৪ ডিসেম্বর ১৯৯৭-২৩ ডিসেম্বর ২০০০)
    ১০.লে. জে. এম হারুন-অর-রশিদ(২৪ ডিসেম্বর ২০০০-১৫ জুন ২০০২)
    ১১.লে. জে. হাসান মশহুদ চৌধুরী(১৬ জুন ২০০২-১৫ জুন ২০০৫)
    ১২.জেনারেল মইন উ আহমেদ(১৬ জুন ২০০৫-১৫ জুন ২০০৯)
    ১৩.জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন(১৬ জুন ২০০৯-২৫ জুন ২০১২)
    ১৪.জেনারেল ইকবাল করিম ভুঁইয়া(২৬ জুন ২০১২-২৫ জুন ২০১৫)
    ১৫.জেনারেল আবু বেলাল মো.শফিউল হক(২৬ জুন ২০১৫-বর্তমানে অবস্হানরত সেনাপ্রধান)

         সূত্র:-বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলা একাডেমি চরিতাভিধান।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728