Header Ads

ad728
  • Breaking News

    বাংলাভাষা সংক্রান্ত সা.জ্ঞান

                                  বাংলা ভাষা

    ১.বাংলা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত?
    উত্তর:-ইন্দো-ইউরোপিয়।
    ২.বাংলা ভাষার প্রাচীন যুগের নিদর্শন কী?
    উত্তর:-চর্যাপদ।
    ৩.বাংলা সাহিত্যের প্রাচীন রুপ কী?
    উত্তর:-কাব্য।
    ৪."চর্যাপদের ভাষা বাংলা"এটা প্রথম প্রমান করে কে?
    উত্তর:-ড.সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
    ৫.মধ্যযুগের সাহিত্যের প্রধান বিষয় কী?
    উত্তর:-ধর্ম কেন্দ্রিকতা।
    ৬.বর্তমানে পৃথিবীতে বাংলা ভাষার স্হান কত?
    উত্তর:-চতুর্থ।
    ৭.দাপ্তরিক ভাষা হিসেবে বিশ্ব বাংলা ভাষার স্হান কত?
    উত্তর:-দশম।
    ৮.বাংলাভাষা ও সাহিত্যের বয়স কত?
    উত্তর:-প্রায় একহাজার বছর।
    ৯.সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
    উত্তর:-ম্যানুয়েল দ্যা আসসুম্প সাঁও।
    ১০.বাঙ্গালীদের মধ্যে কে সর্ব প্রথম ব্যাকরণ রচনা করেন?
    উত্তর:-রাজা রাম মোহন রায়।
    ১১.বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
    উত্তর:-আমীরুদ্দিন বসুনিয়া।
    ১২."সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত "উক্তিটি কার?
    উত্তর:-প্রমথ চৌধুরী।
    ১৩.বাংলা ব্যাকরণের জনক কে?
    উত্তর:-প্রমথ চৌধুরী।
    ১৪.ভাষার মূল উপাদান কী?
    উত্তর:-ধ্বনি।
    ১৫.পৃথিবী শব্দের কয়েকটি সমার্থক শব্দ লিখ?
    উত্তর:-ভূ,মহী,অবনী,দুনিয়া,ক্ষিতি ইত্যাদি।
                 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728