Header Ads

ad728
  • Breaking News

    গ্রহ-পৃথিবী

                                     পৃথিবী

    সাধারন জ্ঞান,বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ একজন সচেতন মানুষের জন্য।আমরা সেই সচেতন মানুষগুলোকেই আরো সচেতন করার লক্ষ্যে সা.জ্ঞানের কিছু তথ্য উপস্হাপন করলাম-
    গ্রহ সম্পর্কে: # পৃথিবী
    :
    @পৃথিবী সূর্যের ৩য় নিকটতম গ্রহ
    :
    @সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ১৪,৯৫,০০,০০০ কিমি.
    :
    @পৃথিবীর আয়তন ৫১,০১,০০,৫০০ বর্গকিমি.
    :
    @পৃথিবীর ব্যাস ১২,৬৬৭ কিমি.
    :
    @পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
    :
    @পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
    :
    @পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ
    :
    @পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮৪,০০০ কিমি.
    :
    @পৃথিবীর আনুমানিক বয়স ৪,৫০০ মিলিয়ন বছর
    :
    @পৃথিবীর মোট মহাদেশ ৭টি
    :
    @মোট মহাসাগর ৫টি
    :
    @মোট রাষ্ট্র ২৩১ টি
    :
    @স্বাধীন রাষ্ট্র ১৯৬টি

    @ গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলা -- ছায়াপথ /আকাশ গঙ্গা
    @ সৌরজগতের সবচেয়ে উজ্জল ও উত্তপ্ত গ্রহ হল-- শুক্র
    @ একমাত্র কোন গ্রহ পূর্ব হতে পশ্চিমে পাক খায় -- শুক্র গ্রহ
    @ শনির ভূত্বক -- বরফে ঢাকা
    @ পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ-- ৩৬০ ডিগ্রী
    @ নিরক্ষরেখার অপর নাম-- বিষুবরেখা /০ ডিগ্রী অক্ষরেখা / মহাবৃত্ত
    @ ক্যাডাস্ট্রাল অর্থ -- রেজিস্টিকৃত নিজের সম্পত্তি
    @ কোনটি হতে গ্রাফাইট উৎপন্ন হয় -- কয়লা
    @ কোনটি হতে কোয়ার্টজাইট হয় -- বেলেপাথর
    @ কোনটি হতে মার্বেল হয়-- চুনাপাথর
    @ স্লেট তৈরি হয় -- কাদা ও শেল হতে
    @ জ্বালা মুখ দিয়ে নির্গত গলিত পদার্থ কে বলে -- লাভা
    @ জাপানি ভাষায় সুনামি অর্থ -- পোতাশ্রয়ের ঢেউ
    @ নদীর অধিক বিস্তৃত মোহনা কে বলে -- খাঁড়ি
    @ প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে -- দোয়াব
    @ দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে বলে -- নদীসংগম
    @ নদী উপত্যকার তলদেশ কে বলে -- নদীগর্ভ
    @ পৃিথবীর বৃহৎ গিরিখাত হচ্ছে -- সিন্ধু নদের গিরিখাত
    @ নায়াগ্রা জলপ্রপাত এর উৎপত্তি-- উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদী হতে
    @ বাংলাদেশের ক্ষয়জাত সমভূমির উদাহরন-- মধুপুরের চত্বর ও বরেন্দ্রভূমি
    @ ওজোন স্তরের সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয় -- স্ট্রাটোমন্ডল
    @ বৃষ্টি হীন স্থান কে বলে -- বৃষ্টিচ্ছায়
    @ ঋতুর সঙ্গে সঙ্গে দিক পরির্বতন করে যে বায়ু তাকে বলে -- ঋতু আশ্রয়ী বায়ু
    @ মওসুম -- আরবিশব্দ
    @ ম্যারিয়ানা খাত অবস্থিত -- প্রশান্ত মহাসাগর
                 ____________________________


    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728