Header Ads

ad728
  • Breaking News

    কুরআনের পরিচয়

    পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে হযরত মুহাম্মদ (সাঃ) এর উপর অবতীর্ণ হয়। পৃথিবীর সমগ্র কিতাবের উপর আল কুরআনের স্থান। এটি শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ-ই নয়, বরং সমগ্র মানবজাতির জীবনবিধানও বটে। এটি জ্ঞান-বিজ্ঞানের অপূর্ব ভান্ডার। ধর্ম, সমাজনীতি, অর্থনীতি, বিচারনীতি, বিজ্ঞানশিক্ষা, চিকিৎসাশাস্ত্রসহ সকল জ্ঞানের সমন্বয়কারী একমাত্র গ্রন্থ হলো আল-কুরআন। বর্তমান বিশ্বের বিজ্ঞান সম্পূর্ণ কুরআন নির্ভর। কিছু অসাধারণ বৈশিষ্ট্য এই গ্রন্থটিকে পৃথিবীর অন্যসব গ্রন্থ থেকে পৃথক করে। তন্মধ্যে উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হলো:-
                    

        ১. অন্যসব গ্রন্থের ভূমিকাতে স্বাভাবিকভাবেই লেখা থাকে সেই গ্রন্থেরর কোন ভুল পাঠকের দৃষ্টিগোচর হলে তা জন্য অবহিত করে, যেন পরবর্তী সংস্করণে তা ঠিক করা যায়। আর এ কথা লেখা না থাকলেও কোন লেখক তার বইয়ের নির্ভুল হওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারে না। কিন্তু কুরআন এমন একটি গ্রন্থ যেটি তার ভূমিকায় স্পষ্ট ভাষায় প্রকাশ করেছে, "এটি এমন কিতাব, যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই।" (সূরা বাক্বারা-২)
          ২. কুরআনের সর্বোত্তম অলৌকিকতা হলো পৃথিবী ধ্বংসের পূর্ব মুহুর্ত পর্যন্ত কেউ এর একটি ছোট সূরার ন্যায় একটি সূরা রচনা করতে পারবে না। কুরআন এ ব্যাপারে সরাসরি চ্যালেঞ্জ করেছে। ইতোমধ্যে অনেকেই এই চ্যালেঞ্জ গ্রহণ করে সর্বশেষ এর প্রতি বশ্যতা স্বীকার করেছে। এই চ্যালেঞ্জ টি কুরআনের সূরা বাক্বারার ২৩ ও ২৪ নং আয়াতে করা হয়েছে।
          ৩. পৃথিবীর সকল গ্রন্থ পরিবর্তনযোগ্য হলেও এটি কখনো পরিবর্তন হবে না। অদ্যবধি পর্যন্ত কেউ এর একটি অক্ষরও পরিবর্তন করতে পারে নি।
           ৪. এটি মানবজাতির ভবিষ্যত বাণী যা অন্যসব গ্রন্থে অনুপস্থিত।
           ৫. মানব জাতির সমগ্র জীবনের একটি সংবিধান এ গ্রন্থে রচিত হয়েছে। কিন্তু অন্যান্য গ্রন্থ নির্দিষ্ট কোন বিষয় নিয়ে আলোচনা করে ইত্যাদি।
    কুরআনের আয়াতসমূহকে ৫ ভাগে বিভক্ত করা হয়েছে।
    ১. মুহকামাত (স্পষ্ট)
    ২. মুতাশাবিহাত (অস্পষ্ট)
    ৩. হালাল (বৈধ)
    ৪. হারাম (অবৈধ)
    ৫. আমছাল (উদাহরণ)

    কুরআন সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:-
    মোট সূরা সংখ্যা ---------- ১১৪টি।
    মোট আয়াত সংখ্যা ------- ৬২৩৬ মতান্তরে ৬৬৬৬টি।
    কুরআনে শব্দ আছে------৭৭৪৩৯টি।
    কুরআনে অক্ষর রয়েছে ------৩২৩৬৭১টি।
    মোট রুকু সংখ্যা ----------- ৫১৪টি।
    মাক্কী সূরা -------------------- ৮৬টি।
    মাদানী সূরা ------------------ ২৮টি।
    সেজদার আয়াত ------------১৪টি।
    প্রথম সূরার নাম কি--------সূরা ফাতিহা।
    সবচেয়ে বড় সূরার নাম--- সূরা বাক্বারা।
    সবচেয়ে ছোট সূরার নাম -- সূরা কাওছার।
    সবচেয়ে বড় আয়াত--------- সূরা বাক্বারার ২৮২ নং আয়াত।
    সবচেয়ে ফযীলতপূর্ণ আয়াত--আয়াতুল কুরসী। (সূরা বাক্বারা ২৫৫ নং আয়াত।)
    কুরআন নাযিল হয় ---------- ২৩ বছরে।
    কুরআনের সর্বপ্রথম নাযিলকৃত আয়াত----সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত।
    কুরআনের সর্বশেষ নাযিলকৃত আয়াত --- সূরা বাক্বারার ২৮১ নং আয়াত।
    কুরআনের সর্বপ্রথম নাযিলকৃত পূর্ণাঙ্গ সূরা----- সূরা ফাতিহা।
    যে সূরার শুরুতে বিসমিল্লাহ নেই --------- সূরা তাওবা।
    যে সূরায় ২ বার বিসমিল্লাহ আছে ------- সূরা নামল।
    কুরআনের ক্বলব বলা হয় -------- সূরা ইয়াসিনকে।
    কুরআনের মা বলা হয় -------------সূরা ফাতিহাকে।
    কুরআনে নবীর নাম এসেছে------- ২৫ জনের।
    কুরআনে হরকত ও নকতা দেওয়া হয় ---- হাজ্জাজ বিন ইউসূফের নির্দেশে
    কুরআনে নকতা দেয়ার কাজটি করেন ---- নসর বিন আছেম বিন ই’য়ামার (রহঃ)।
    কুরআনে হরকত (যের যবর পেশ ইত্যাদি) সংযোজন করেন ---- খলীল বিন আহমাদ আল ফারাহীদী (রহঃ)।
    কুরআনে ‘দুনিয়া’ শব্দটি এসেছে ------১১৫ বার।
    কুরআনে কতবার ‘আখেরাত’ শব্দটি এসেছে -------১১৫ বার।
    ‘মুহাম্মাদ’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নাম পবিত্র কুরআনে উল্লেখ হয়েছে --- ৪ স্থানে।

    1 টি মন্তব্য:

    1. মহিলা সাহাবীদের নামের তালিকা দেখুন। ইসলামের সৌভাগ্যবান ৭৯ জন মহিলা সাহাবীদের নাম
      https://islami-bangla.blogspot.com/2020/02/blog-post_139.html

      উত্তরমুছুন

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728