Header Ads

ad728
  • Breaking News

    বিশ্বের বৃহত্তম.......

    বিশ্বের বৃহত্তম যা কিছুঃ
    -
    🚸অভ্যন্তরীণ সাগর ➫ ভূমধ্যসাগর।
    🚸মহাদেশ ➫ এশিয়া।
    🚸মহাসাগর ➫ প্রশান্ত মহাসাগর।
    🚸দেশ (আয়তনে) ➫ রাশিয়া।
    🚸দেশ (জনসংখ্যায়) ➫ চীন।
    🚸মুসলিম দেশ (জনসংখ্যায) ➫ ইন্দোনেশিয়া।
    🚸মুসলিম দেশ (আয়তনে) ➫ কাজাখস্তান।
    🚸ঘণ্টা ➫ মস্কোর ঘণ্টা।
    🚸পাখি (ওজনে) ➫ উটপাখি (১৫৫ কেজি)।
    🚸ব-দ্বীপ ➫ বাংলাদেশ।
    🚸চলচ্চিত্র প্রেক্ষাগৃহ ➫ রক্সি (নিউইর্য়ক)।
    🚸সাগর ➫ দক্ষিণ চীন সাগর।
    🚸দিন ➫ ২১ জুন (উত্তর গোলার্ধে)।
    🚸রাত ➫ ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)।
    🚸মরুভূমি ➫ সাহারা।
    🚸শহর (আয়তনে) ➫ লন্ডন।
    🚸শহর (লোকসংখ্যায) ➫টোকিও।
    🚸বাঁধ (আয়তনে) ➫ তারবেলা (পাকিস্তান)
    🚸বাঁধ (উচ্চতায়) ➫ রগুন (তাজিকিস্তান)।
    🚸দ্বীপ ➫ গ্রিনল্যান্ড।
    🚸ম্যানগ্রোভ ফরেষ্ট ➫সুন্দরবন।
    🚸মিষ্টি পানির হ্রদ ➫ সুপিরিয়র হ্রদ।
    🚸গ্রন্থাগার ➫লাইব্রেরি অব দি কংগ্রেস (ওযাশিংটন)।
    🚸জাদুঘর ➫ ব্রিটিশ মিউজিয়াম।
    🚸মসজিদ ➫ শাহ ফয়সাল মসজিদ (পাকিস্তান)।
    🚸পর্বতমালা (উচ্চতায়) ➫ হিমালয়।
    🚸পর্বতমালা (দৈর্ঘ্যে) ➫ আন্দিজ।
    🚸সামুদ্রিক পাখি ➫ এলবার্ট্রস।
    🚸দ্বীপপুঞ্জ ➫ইন্দোনেশিয়া।
    🚸প্রাণী ➫ নীল তিমি।
    🚸স্থন্যপায়ী প্রাণী ➫ নীল তিমি।
    🚸স্থলজ প্রাণী ➫ হাতি।
    🚸প্রাসাদ ➫ ইস্পেরিয়াল প্যালেস (চীন)।
    🚸উপদ্বীপ ➫ ভারত।
    🚸পানি বিদ্যুৎ কেন্দ্র ➫ তুরখানাস্ক (রাশিয়া)।
    🚸পার্ক ➫ ইয়েলো ষ্টোন ন্যাশনাল পার্ক (যুক্তরাষ্ট্র)।
    🚸গির্জা ➫ সেন্ট পিটারের প্রাসাদ (ভ্যাটিকান)।
    🚸গিরিখাত ➫ গ্র্যান্ড ক্যানিয়ন।
    🚸হীরক খনি ➫ কিম্বার্লি (দক্ষিণ আফ্রিকা)।


    🔭 বিখ্যাত ব্যক্তিদের নিয়ে কিছু প্রয়োজনীয় প্রশ্নোত্তরঃ

    🗿 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন?
    - ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে

    🗿 শেখ মুজিবের একটি ব্যতিক্রমী বৈশিষ্ট কি?
    - অসাধারণ স্বরনশক্তি

    🗿 নেলসন মেন্ডেলার বাবার কতজন স্ত্রী ছিল?
    - ৪ জন

    🗿 নেলসন মেন্ডেলা কত বছর কারাগারে কাটান?
    - ২৭ বছর

    🗿 বারাক ওবামার জন্ম কোথায়?
    - হুনুলুলুতে

    🗿 ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বাবা ও মায়ের পেশা কি ছিল?
    - বাবা দন্তচিকিৎসক এবং মা মনোবিদ

    🗿 টেসলা, স্পেস-এক্স ও সোলার সিটি এর প্রতিষ্ঠাতা কে?
    - এলন মাস্ক

    🗿 গুগল এর সিইও কে?
    - সুন্দর পিচাই

    🗿 মার্ক জাকারবার্গ বর্তমান বিশ্বের কততম শীর্ষ ধনী ব্যক্তি?
    - ৫ম

    🗿 কোন অভিনেত্রী মাত্র ৯ বছর বয়সেই  ধর্ষনের শিকার হন?
    - অপ্রাহ উইনফ্রে

    🗿 রায়ান এটকিনসন (মিঃ বিন খ্যাত অভিনেতা) এর বাবার পেশা কি ছিল?
    - কৃষক

    🗿 রায়ান এটকিনসন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন?
    - অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

    🗿 ২০১৬ সালে 'রেভেনেন্ট' চলচিত্রের জন্য কে অস্কার পান?
    - লিওনার্দো ডি ক্যাপ্রিও

    আরো কিছু:---

    ➊ থাইল্যান্ড শব্দের অর্থ কী.?
    মুক্ত ভূমি।
    -
    ➋ চা উৎপাদনে শীর্ষ দেশ-
    চীন।
    -
    ➌ বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ.?
    উত্তর পশ্চিম অঞ্চল।
    -
    ➍ কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে.?
    জাপান।
    -
    ➎ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস.?
    ১০_মার্চ।
    -
    ➏ গ্রিন হাউজ কি.?
    কাঁচের_তৈরি_ঘর।
    -
    ➐ মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ.?
    স্নায়ুতন্ত্রের।
    -
    ➑ রাষ্ট্র উন্নত হওয়ার সাথে সাথে কোনটি প্রতিষ্টিত হয়.?
    সুশাসন।
    -
    ➒ নিজেকে সংযত ও শাসন করা নাগরিকের কোন ধরনের গুন.?
    আত্নসংযম।
    -
    ➓ সমাজে অবক্ষয় দেখা দেয়.?
    মূল্যবোধ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728